টিকা সনদ না দেখে গ্রাহকদের খাবার পরিবেশন করার অপরোধে নগরের ছয় রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ জানুয়ারি) নগরের জিইসি মোড় এলাকায় পরিচালিত অভিযানে এসব জরিমানা আদায় করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এছাড়া একই অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় এক ক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: টিকা সনদ—এবার নগরের দুই অভিজাত রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেটের হানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় পিৎজা হাট, বাসমতী রেস্তোরাঁ, জামান মেজবানি রেস্তোরাঁ ও হোটেল জামান অ্যান্ড রেস্তোরাঁকে তিন হাজার টাকা করে ১২ হাজার টাকা এবং দি গামবিয়া ফুডকে ২ হাজার টাকা ও লবিয়ত রেস্তোরাঁকে ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লক্ষ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
আরবি