ঢাকার আদাবর থেকে নিখোঁজ হওয়া টিকটকার তিন বোনকে দাদির জিম্মায় দিয়েছেন আদালত।
যশোর থেকে উদ্ধারের পর শনিবার (২০ নভেম্বর) সেই তিন বোনকে জিডি মূলে আদালতে হাজির করে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের জিম্মায় নেওয়ার আবেদন করেন দাদি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তিন বোনকে দাদির জিম্মায় দেন।
আরও পড়ুন: পাহাড়ধসের শঙ্কায় বন্ধ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে বাইক, চলছে টিকটক
জানা যায়, ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় তাদের খালা আদাবর থানায় জিডি করেছিলেন। পরে র্যাব প্রযুক্তির সহযোগিতায় ওই তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে। অসুস্থ বাবাকে দেখতে তারা খালাকে না জানিয়ে যশোরে গিয়েছিল বলে জানায়।
ওই তিন বোনই টিকটকের সঙ্গে জড়িত। টিকটক ভিডিও তৈরির জন্য তারা বাসা থেকে বেরিয়ে গেছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আলোকিত চট্টগ্রাম