টাকা ছাড়াই কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ভেঞ্চার টেক জোন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংলগ্ন ভেঞ্চার টেক জোনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সংগঠক প্রলয় বড়ুয়া টিটুর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে শিক্ষার্থীদের কারিগরি বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া।

প্রশিক্ষণের কাঠামোগত যাবতীয় তথ্য ও কোর্স পরিচালনা সম্পর্কে বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফায়েড ট্রেইনার এবং অ্যাসেসর প্রকৌশলী সুখময় বড়ুয়া।

যুবকদের জীবনমান উন্নয়নে কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী অতীশ বড়ুয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm