রাউজানে স্বপন চন্দ্র নাথ প্রকাশ টুন্টু (৫০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এর কারণ জানা যায়নি।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জলিলনগর বাস স্টেশনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিচে ছিল নিহতের পান-সুপারির দোকান।
আরও পড়ুন: মুখ পচে কঙ্কাল, কর্ণফুলী নদীর পাড়ে যুবকের লাশ
স্বপন চন্দ্র নাথ প্রকাশ টুন্টু উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের রমজান আলী হাট এলাকার নাথ পাড়ার বজেন্দ্র নাথের ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ী স্বপন চন্দ্র নাথ দীর্ঘদিন ধরে জলিলনগর বাস স্টেশনে ভাড়ায় দোকান নিয়ে পান-সুপারির ব্যবসা করে আসছিলেন।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানায় রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
এসএ/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।