চান্দগাঁওয়ে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নগরের চান্দগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহরা এলাকায় নূর বেডিং নামের ঝুট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভোরের আগুনে জ্বলল শিশু, হাসপাতালে কাতরাচ্ছে ৫ জন

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে কালুরঘাট ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, চান্দগাঁও মোহরা এলাকায় ইস্পাহানি কলেজের সামনে নূর বেডিং নামের ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে তেলের ডিপোতে আগুন

তিনি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!