কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।
আরও পড়ুন : অস্ত্র-গাঁজা নিয়ে যুবক ঘুরছিল মালঘর বাজারে
পুলিশ জানায়, আজ সকালে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় কয়েকজন যুবকের সশস্ত্র অবস্থানের খবরে অভিযান চালানো হয়। এসময় দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
এরপর তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করলে দেশীয় ৪টি বন্দুক ও ২টি সেভেন পয়েন্ট সিক্স বোরের রাইফেলের গুলি পাওয়া যায়। পরে তাদের তথ্যে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান আলোকিত চট্টগ্রামকে বলেন, অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। এসব অস্ত্র কী উদ্দেশ্যে আনা হয়েছিল তা নিয়ে অনুসন্ধান চলছে।
বিডি/আরবি