ঝরনা দেখে মাছের প্রজেক্টে হঠাৎ লাফ দিয়ে প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড সহস্রধারা ঝরনা দেখে ফেরার পথে মৎস্য প্রজেক্টের পানিতে ঝাঁপ দিয়ে সোহানুর (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাটে এ ঘটনা ঘটে।

সোহানুর নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা এলাকার মুন্সী আবুল হাসেমের ছেলে।

এদিকে খবর পেয়ে বিকেল ৫টায় ডুবুরি দল ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট দারোগারহাটের লবণাক্ষ পাহাড়ের চূড়ার সহস্রধারা ঝরনা ও প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট দেখতে আজ দুপুরে বেশকিছু পযর্টক আসে। একটি দল সকালে নৌকা নিয়ে সহস্রধারা ঝরনা ঘুরার পর দুপুর ৩টার দিকে ফিরছিল। এ সময় সোহানুর হঠাৎ মৎস্য প্রজেক্টের পানিতে ঝাঁপ দেয়। এরপর তাকে দেখে বন্ধু রিয়াদও ঝাঁপিয়ে পড়ে। পরে রিয়াদ সাঁতরে কূলে উঠলেও সোহানুর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

আরও পড়ুন : ঝরনায় ঝরল আরেক প্রাণ, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

এ বিষযে জানতে চাইলে সোহানুরের বন্ধু রিয়াদ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা ঢাকা নিকুঞ্জ-২ এলাকার জেনেক্স প্রতিষ্ঠানের চাকরি করি। বন্ধুরা মিলে আজ সকালে সীতাকুণ্ডে ভ্রমণে আসি। এরপর তিনজন মিলে বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট পেরিয়ে সহস্রধারা ঝরনা দেখতে যাই। ঝরনা দেখে দুপুর ৩টার দিকে ফেরার সময় সোহানুর মৎস্য প্রজেক্টের মধ্যখানে হঠাৎ নৌকা থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাকে দেখে আমিও ঝাঁপিয়ে পড়ি। তবে আমি সাঁতরে কূলে উঠলেও সোহানুর উঠতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহান বলেন, আজ বিকাল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল সোহানুর নামে এক পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আজ বিকাল সাড়ে ৫টার দিকে সোহানুর নামের এক পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি)তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি সেখানকার কর্তৃপক্ষকে পযটক না নিতে অনুরোধ করেছিলাম। আজ একটি দুর্ঘটনা ঘটে গেল। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm