জোড়া আঘাতের পর চট্টগ্রামে সুখবর এসেছে করোনায়। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারাও যাননি।
বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ ল্যাবে ২২৯ নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। তবে আগের দিন চট্টগ্রামে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনে ৪০ বছর—স্বীকৃতিতে জাতীয় পুরস্কার পেলেন হুইপ সামশুল হক চৌধুরী
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৪২ জন। এর মধ্যে ৯২ হাজার ১০৩ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৯ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।