হজ থেকে ফিরে আবারও জেল গেল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের আসামি

পটিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি আরিফ মাইনুদ্দীন প্রকাশ রাসেলকে (৩৮) আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এ আদেশ দেন। এর আগে তিনি পবিত্র হজ পালনের শর্তে জামিনে ছিলেন।

আরিফ মাইনুদ্দীন প্রকাশ রাসেল পটিয়া বুধপুরা ১ নম্বর ওয়ার্ড মৃত আব্দুস সালাম প্রকাশ বাশির ছেলে।

আরও পড়ুন: ৯ কোটি টাকা মেরে জেলে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ

বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, আসামি আরিফ মাইনুদ্দীন প্রকাশ রাসেল হজ পালনের শর্তে জামিনে ছিলেন। হজ পালন শেষে আজ (বৃহস্পতিবার) আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মে পটিয়া কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উদ্বোধনের অপেক্ষায় থাকা জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ৫ থেকে ৬ জন অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় মামলা করেন। এ মামলায় ৫ নম্বর আসামি আরিফ মাইনুদ্দীন প্রকাশ রাসেল।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm