লোভে পড়ে জামাই বিক্রি করল মরা মহিষ, জেলে যেতে হলো ২ কসাইকে

ম‌হেশখালীতে মরা ম‌হি‌ষের মাংস কেটে বিক্রির সময় ২ মাংস বি‌ক্রেতা‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় আটক ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বড় ম‌হেশখালী নতুন বাজা‌রে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় চেয়ারম‌্যা‌নের সহায়তায় ম‌হি‌ষের মাংস জব্দ ক‌রে মা‌টি‌তে পু‌ঁতে ফে‌লা হ‌য়।

ম‌হি‌ষের মা‌লিক কুতুব‌জোম নয়াপাড়া এলাকার আলী আকবর বলেন, আজ (মঙ্গলবার) সকা‌লে আমার এক‌টি ম‌হিষ মারা যায়। ম‌হিষ‌টি মাটিতে পু‌ঁতে ফেলার জন‌্য জামাতা আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেওয়া হয়। কিন্তু জামাতা লো‌ভে পরে একই ইউনিয়‌নের তা‌জিয়াকাটা এলাকার সা‌হেব মিয়ার ছে‌লে মন্জুর আহমদের কাছে ২০ হাজার টাকায় মরা ম‌হিষ‌টি বিক্রি ক‌রে দেয়।

আরও পড়ুন: জেলে পাঠানো হলো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে

এদিকে মন্জুর আহমদ মৃত ম‌হি‌ষের মাংস নতুনবাজার খসাইখানার কসাই আনছার আায়াত উল্লাহ, শাহ আল‌মের সহায়তায় বিক্রি শুরু ক‌রেন। খবর পেয়ে আমি বাজার এসে বিষয়‌টি লোকজন‌কে জানালে উত্তে‌জিত জনতা মনজুর আহমদ ও নুর হা‌সেম‌কে আটক ক‌রলেও জ‌ড়িত আরও কয়েকজন পা‌লি‌য়ে যায়।

যোগাযোগ করা হলে ম‌হেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাই আলোকিত চট্টগ্রামকে বলেন, বাজারে মরা ম‌হি‌ষের মাংস বিক্রির সময় ২ জন‌কে আটক করা হয়। পরে তা‌দের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহাবউদ্দীন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!