ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় মেসার্স সিগমা শিপ ব্রেকার্স লিমিটেডের মালিক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম অর্থঋণ আদালতে বিচারপতি মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আরও পড়ুন: ফেসবুকে ইসকন নিয়ে লিখে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৫ হিন্দু জেলে
বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম। তিনি বলেন, নগরের আগ্রাবাদ এলাকার সিগমা শিপ ব্রেকার্সের মালিক প্রতিষ্ঠানের নামে উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ২৯ কোটি ৩০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ঋণ নেন। প্রায় ২৫ বছর পার হলেও ঋণ পরিশোধ করেননি রফিকুল ইসলাম। বর্তমানে ঋণের পরিমাণ সুদসহ ১১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়া তার বন্ধকী সম্পত্তিও নিলামে বিক্রি করলে ঋণের টাকা পুরোপুরি আদায় হচ্ছে না। এরপর গত ১৬ জুন ব্যাংক কর্তৃপক্ষ আদালতে পাওনা টাকা পরিশোধে তাঁর বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশের আবেদন করেন।
তিনি আরও বলেন, ব্যাংকের করা আবেদন মঞ্জুর করে সিগমা শিপ ব্রেকার্সের মালিক রফিকুল ইসলামকে ৫ মাসের দেওয়ানি আটকের আদেশ দেন আদালত। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আরএস/এসআর