৪ জনের জামিন মঞ্জুর—জেলে পাঠানো হলো হেফাজত নেতাকে

অর্থ আত্মসাৎ মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন- মো. মুবিন বিন হাসান, মাওলানা জাবের হোসাইন, কাজী রবিউল ইসলাম, মুফতি জোনাইন আলী, মুফতি আমিনুল হক, মো. আসহাব মিয়া, মাওলানা শহিদুল্লাহ, ফরিদ আহম্মদ প্রকাশ বোট ফরিদ, মো. হাবিব উল্লাহ ও নুরুল আলম নুরু।

আরও পড়ুন: হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী থেমে গেলেন ৬৭—তেই

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় এহসান সোসাইটি নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের নামে সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাওলানা ছলিম উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা (নম্বর ২৭৫/২০১৮) করেন মো. আসাদুজ্জামান নামের এক যুবক।

বাদীর আইনজীবী শেখ আল জাবেদ বলেন, সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় মাওলানা মো. ছলিম উল্লাহসহ পাঁচজন আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে মাওলানা মো. ছলিম উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি চারজনের জামিন মঞ্জুর করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!