চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিল জালিয়াতির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি।
বৃহস্পতিবার(৩০ জুন) দুদক চট্টগ্রাম কার্যালয়ে এ অভিযোগ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক নাজমুছ সাদাত।
আরও পড়ুন: ‘করোনা—ডেঙ্গু টেস্ট’ ৩০ মিনিটেই রিপোর্ট জেনারেল হাসপাতালে
এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক ফোরকানসহ ঠিকাদার প্রতিষ্ঠানের তিনজনের নামে দুদকে একটি অভিযোগ করা হয়েছে। দুদক অভিযোগটি গ্রহণ করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা উদঘাটন হওয়া দরকার।
জেএন/আরবি