চকরিয়ায় বাবা দিলেন দরজায় তালা, জেদি ছেলে খেল ফাঁস

চকরিয়ায় ঘর থেকে তাওসীফ (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহারবিল ইউনিয়নের এ ঘটনা ঘটে।

এদিকে আজ (শনিবার) সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তাওসীফ উপজেলার সাহারবিল ইউপির ৭ নম্বর ওয়ার্ডের শাহপুর গ্রামের মো. ছাবের আহমেদের ছেলে।

আরও পড়ুন: রান্না বসিয়ে দরজা খোলা রেখে কেন ফাঁসিতে ঝুলল কিশোরী?

তাওসীফের মা জানান, গত কয়েকদিন ধরে ছেলে ও তার বাবার মধ্যে কথা কাটাকাটি নিয়ে মনোমালিন্য হয়। এরপর শুক্রবার সকালে ছেলেকে মারধর করে ঘরের একটি রুমে ঢুকিয়ে বাইরের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তালা খুলে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ছেলে ঝুলে আছে।

এ বিষয়ে চকরিয়া থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থল গিয়ে মাটিতে শুয়ে রাখা অবস্থায় লাশ দেখতে পায়। পরে উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত তাওসীফের গলায় কাপড় প্যাঁচানো একটি চিহৃ দেখা গেছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আলোকিত চট্টগ্রামকে বলেন, উদ্ধার করা তাওসীফের লাশ আজ সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm