আনোয়ারায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আবদুল হামিদের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদকসক্তি নিরাময় কেন্দ্রের আড়ালে জুয়ার আসর
আটকরা হলেন- জুঁইদন্ডি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে মো. রাকিব (১৮), বোয়ালিয়া সবুর মেম্বার বাড়ির বাবুল হকের ছেলে মো. সোহেল (২৩), দুই চালি মাঝির বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে জামাল উদ্দিন (৪৫), মধুর বিবির বাড়ির মো. নবীর ছেলে মোজাম্মেল(২৫), ইয়াকুব আলী মাঝির বাড়ির আবদুল জলিলের ছেলে শাহ আলম (৫৫) ও মৃত হাজী গুরা মিয়ার ছেলে মো. আয়ুব আলী (৪৩)।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, বোয়ালিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৭ হাজার টাকা জরিমানা করেন।