নগরে ৯ জুয়াড়িকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি তাসের বান্ডেল ও নগদ ৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: বোয়ালিয়ায় বিল্ডিংয়ের ভেতর জুয়ার আসর, পুলিশের জালে ৬ জুয়াড়ি
আটকরা হলেন- মো. মিন্টু (৫৫), মো. নাঈম উদ্দিন (৫৬), আবুল কালাম, (৫১) মো. সোলাইমান (৫৪), মুজিবুল হক (৩৮), মো. সরোয়ার কাদের (৩২), মো. জাহিদ (৩৪), মো. সাকিব (৪২) ও মো. মামুন (৩৮)।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে নাজিরপাড়া এলাকা থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটকদের আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।
এনইউএস/আরবি