জীবন দিয়ে এনজিওর ‘ঋণ’ শোধ করলেন সঞ্জিত

একাধিক এনজিও সংস্থার ঋণের বোঝা ছিল মাথায়। পরিশোধ করতে না পেরে জীবনটাই দিয়ে দিলেন সঞ্জিত বড়ুয়া (৫০)। শুক্রবার (১১ জুন) বিকালে বিষপান করেন তিনি।

সঞ্জিত রাউজান থানার ফতেনগর গ্রামের নতুনহাট এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে।

জানা গেছে, সঞ্জিত বড়ুয়া গ্রামীণ ব্যাংক, প্রত্যাশাসহ বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ নেন। যা তিনি পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ভুগছিলেন। এ নিয়ে এনজিও সংস্থার লোকজনের সাথে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয় তার। অবশেষে এ চাপ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন তিনি। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বিষপান করায় রাউজান এলাকা থেকে সঞ্জিত বড়ুয়া নামের একজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!