জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু ৩০ নভেম্বর, সফল করতে প্রস্তুতি সভা

চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা করেছে অভ্যর্থনা উপকমিটি।

রোববার (২৪ নভেস্বর) সকাল ১১টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে এ

সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক  আহমদুল আলম চৌধুরী রাসেল।

প্রস্তুতি সভায় আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে অতিথি ও কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় যানবাহনসহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও জাকির হোসেন সরল কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য অ্যাড. জায়েদ বিন রশিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মহসিন কোভিদ আপেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহবায়ক রাজিবুল হক, স্বেচ্ছাসেবক দলনেতা মহসিন সালাউদ্দিন রুবেল, নাজিমুদ্দিন নয়ন, সাজ্জাদ হোসাইন, আরিফুল ইসলাম আরিফ, আতিফ রহমান, সালাউদ্দিন ইমন, রিয়াদ তালুকদার, আতাউর রহমান রাফি, আব্বে সাত্তার, নুরুদ্দিন তৌহিদ ও মো. নূরুল ইসলাম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm