কক্সবাজারের চকরিয়ায় ক্রিস্টাল মেথসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৩ মে) রাতে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
আটকরা হলেন— চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেয়ারাপাড়ার আক্কাছ মিয়ার ছেলে আমির হোছেন (৫৪), একই এলাকার আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৬) এবং কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারলিয়া নগরের মৃত কবির আহাম্মদের ছেলে জাফর আলম (৫০)।
আরও পড়ুন : কক্সবাজারের কোটি টাকার ক্রিস্টাল আইস নিয়ে যুবক ধরা খেল চট্টগ্রামে
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ম ফারুক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় মাদক বিক্রির জন্য বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থানের খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও নগদ ৪ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। আজ (১৪ মে) সকালে আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার অফিসার (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে, র্যাব-১৫ তিনজন মাদককারবারিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
এমকেডি/আরবি