টার্গেট ‘বৃদ্ধ’ চালক—এবার জাল নোট দিয়ে ধরা খেল প্রতারক

নগরে আট হাজার টাকার জাল নোটসহ মো. ইউনুচ (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ইউনুচ পটিয়ার কুসুমপুরা এলাকার ইলিয়াস খাঁ বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: জাল টাকা নিয়ে সিনেমা প্যালেসে দাঁড়িয়ে ছিল ৩ ভিনদেশি যুবক

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক আলোকিত চট্টগ্রামকে বলেন, আট হাজার টাকার জাল নোটসহ চমেকের কর্মচারী ক্যান্টিনের সামনে থেকে মো. ইউনুচ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বয়স্ক অটোরিকশা চালকদের টার্গেট করে জাল নোট দিয়ে ভাড়া পরিশোধ করেন।

এসআই আরও বলেন, রোববার রাত সাড়ে এগারটার দিকে হাসপাতাল এলাকার এক অটোরিকশা চালককে জাল নোট দিতে গিয়ে ইউনুচ ধরা পড়েন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm