জাল টাকা ছাপিয়ে বিক্রি করছিল দুই যুবক, র‌্যাবের ফাঁদে ধরা

নগরের চান্দগাঁও থেকে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকার জাল টাকা জব্দ করা হয়।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৭ এর একটি দল।

আটকরা হলেন- ভোলার লালমোহন চরভুতার এলাকার মৃত কবির উদ্দীনের ছেলে মো. নসু মিয়া (৩২) এবং একই এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. নাজিম উদ্দীন (৩২)।

আরও পড়ুন : ১ লাখ জাল টাকা বানাতে খরচ ৪ হাজার, বিক্রি ১৫ হাজারে

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মো. চপল আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের চান্দগাঁও মোহরা এলাকায় একটি চক্র জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ছে­ এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরপর মোহরা এলাকা থেকে নগদ ৩৬ হাজার টাকার জাল টাকাসহ দুজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ছিল বলে স্বীকার করে। এসব টাকা নগরের বিভিন্ন এলাকায় আসল বলে চালিয়ে আসছিল তারা। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!