জাল টাকার ব্যাগ নিয়ে রেলগেটে যুবক

রমজান আসতেই চট্টগ্রাম নগরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা। এবার ৮৯ হাজার টাকার জাল টাকাসহ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেলে পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি তিন নম্বর রেলগেট থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাঁধে থাকা ব্যাগ থেকে ১ হাজার টাকার ৮৯টি জাল নোট উদ্ধার করা হয়।

আটক যুবক ফরহাদ হোসেন (৩৬) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গোরামী বাড়ির ছিদ্দিক গোরামীর ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে অন্তর—শাকিবের কাছে লাখ লাখ টাকার জাল নোট

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেন।।

পুলিশ জানায়, আটক ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। তিনি জাল টাকা চক্রের সক্রিয় সদস্য।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ঈদকে সামনে রেখে জাল টাকার চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রের সদস্যদের একজন ফরহাদ। তার বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm