কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমকে দলিল জালিয়াতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এ আদেশ দেন।।
মামলা সূত্রে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের শেখেরখিল এলাকার বাসিন্দা সাকেরা বেগমের ২০ শতক জমি ছিল। পেকুয়ার সেই জমিটি ১৯৯৬ সালে অন্য এক নারীকে সাকেরা বেগম সাজিয়ে জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেন চেয়ারম্যান। পরে জমিটি তিনি আরেকজনের কাছে বিক্রি করেন।
আরও পড়ুন: চোখে গামছা বেঁধে দুই চোরকে ‘ভয়ঙ্কর’ মারধর—ভাইরাল ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া
এ ঘটনায় ২০২০ সালে সাকেরা বেগম চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর ৫৯২/২০) করেন । ওই মামলায় রোববার জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, তদন্ত প্রতিবেদনে জাল দলিলের বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত জামিন নামঞ্জুর করে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।