জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান হলেন প্রফেসর মহসিন

আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বর্ডির চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রফেসর আবুল মহসিন মু. ইয়াহিয়া খান।

রোববার (২৩ অক্টোবর) মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভায় পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ সাবের শাহ (ম.জি.আ) তাঁকে জামেয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন।

প্রফেসর আবুল মহসিন মু. ইয়াহিয়া খান জামেয়ার সাবেক কৃতি শিক্ষাথী, একাধারে হাফেজ, অধ্যাপক, লেখক ও সফল ব্যবসায়ী। শিক্ষকতা জীবনে তিনি হাটহাজারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর ছিলেন। তিনি ইহরাম হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও মেসার্স সামুন্দা করপোরেশনের চেয়ারম্যান।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২৬তম ব্যাচ অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বর্তমানে কার্যকরী কমিটির সদস্য। চবি রাজনীতি বিজ্ঞান সমিতির আজীবন সদস্য, জাকারিয়া-রহিমা ফাউন্ডেশন-এর পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, প্রফেসর আবুল মহসিন মু. ইয়াহিয়া খান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সেক্রেটারি জেনারেল মরহুম মো. জাকারিয়ার বড় ছেলে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm