মাদক মামলায় মো. জহির (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জহির কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি’র মানু মাঝি এলাকার মো. ইউসুফের ছেলে।
আরও পড়ুন: ৮২ সোনার বার নিয়ে ধরা, জামিন নিয়ে উধাও—চোরাকারবারির সাজা
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াবা পাচারের মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি জহিরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। জামিন নিয়ে তিনি পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় ১৯ হাজার ৭শ পিস ইয়াবাসহ জহিরকে আটক করে র্যাব-৭। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন ডিএডি আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। মামলায় সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
আরএস/আরবি