মিরসরাইয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে ধরা খেল জামায়াতের ২ শীর্ষ নেতা

মিরসরাইয়ে কর্মী সম্মেলন করতে আসা জামায়াতের দুশীর্ষ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- মিরসরাই থানা জামায়াতে ইসলামের আমীর নুরুল কবির ও প্রশিক্ষণ সম্পাদক আবু বক্কর।

আরও পড়ুন : পালিয়ে বেড়ানো জামায়াত নেতা হেলালী ধরা পড়ল পুলিশের জালে

মিঠানালা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আবু নোমান বলেন, আজ (বুধবার) বেলা সাড়ে ১২টার দিকে মধ্যম মিঠানালা গ্রামের আলী মিয়া হাজি মসজিদের সামনে ১০/১২ জনের একটি গ্রুপ জড়ো হলে তাদের সন্দেহ করে ছাত্রলীগ কর্মী আলতাফ হোসেন। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে জামায়াতে ইসলামীর ব্যানার-ফেস্টুন পাওয়া যায়। এরপর স্থানীয় বোর্ড অফিস বাজারে এনে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুব্যক্তিকে স্থানীয়রা সন্দেহজনকভাবে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm