জামালখান ওয়ার্ড ছাত্রলীগের কর্মিসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফুল আলম সাজিদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম সামিন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিথুন মল্লিক। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াহেদ রাসেল।

বিশেষ বক্তা ছিলেন নগর ছাত্রলীগের সহসম্পাদক আবু মো. সাব্বির সাদেক। অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সংগঠক শেখ ইরফানুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক প্রিয়ম বিশ্বাস, নগর ছাত্রলীগ নেতা দেবাশীষ দস্তিদার ও চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রাহী।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm