প্রথম শ্রেণির ছাত্রী মারজানা হক বর্ষার (৭) খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতারা।
শনিবার (২৯ অক্টোবর) রাতে নিহত বর্ষার বাসায় শোকাহত মাকে দেখতে যান তাঁরা। এ সময় নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি এ আহ্বান জানান। পাশাপাশি বর্ষার পরিবারকে এবং সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আইয়ুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পীরজাদা মো. মহরম হোসাইন, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাসুদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আমিন টুকু, মো. পারভেজ ও সাংবাদিক আমান বাদশা।
উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) মারজানা হক বর্ষাকে ধর্ষণের পর মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধে খুন করা হয়। পরে মরদেহ বস্তায় ঢুকিয়ে নালায় ফেলে দেয় খুনি পিশাচ লক্ষণ দাশ।