নগরের জামালখান সিঁড়ির গোড়ার নয়ন অপটিকসের সামনে হঠাৎ বড় একটি গাছ উপড়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর ওই রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
এদিকে খবর পেয়ে পৌনে ৯টার দিকে গাছটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশনের লোকজন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।