জামালখানে বেপরোয়া কারের ধাক্কায় ভেঙে চুরমার রোড ডিভাইডার

চট্টগ্রাম নগরে বেপরোয়া গতির রেসিং কারের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেছে রোড ডিভাইডারের কিছু অংশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৯ টার দিকে জামালখান প্রেস ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় একজনকে আটক ও ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করেছে পু‌লিশ।

আরও পড়ুন : প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তেই লাশ ট্রাফিক সার্জেন্ট

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর চালক রাস্তার ওপর গাড়ি রেখে সটকে পড়ে। দুর্ঘটনায় গাড়ির ডানপাশের সামনের চাকা খুলে যায়। পরে সেটি গাড়ির ভেতর রাখা হয়। তবে কেউ আহত হয়নি। প্রায় সময় ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতা চলে। ফলে আতঙ্ক নিয়ে পথ চলতে হয় পথচারীদের।

যোগাযোগ করা হলে বিষয়‌টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, এ ঘটনায় একজনকে আটকের পাশাপশি দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm