নগরের জামালখানে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত আসকার বিন তারেক ইভান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শচীন দাশকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হলো।
রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কোতোয়ালী থানার লালদীঘি পাড় এলাকা থেকে শচীনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তোলা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শচীন।
গ্রেপ্তার শচীন লোহাগাড়া থানার বড় হাতিয়া সর্দারপাড়া গোপালের বাড়ির রঞ্জিত দাশের ছেলে।
আরও পড়ুন: জামালখানে খুন—পলাতক শ্রাবণ ধরা খেল পটিয়ায়
নিহত আসকার বিন তারেক ইভান (১৮) নগরের এনায়েতবাজার এলাকার জমির উদ্দিন ম্যানশনের এসএম তারেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাতে লালদীঘি পাড় এলাকা থেকে শচীন দাশকে গ্রেপ্তার করি। আজ (সোমবার) সকালে তাকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
পুলিশ পরিদর্শন আরও বলেন, আসকার বিন তারেক (ইভান) হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএইচ/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।