এডিস মশার বংশ বিস্তার রোধে বিভিন্ন ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (১০ অক্টোবর) নগরের সুগন্ধা আবাসিক ও জামালখান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।
অভিযানে সুগন্ধা এলাকার তিন বাড়িতে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় মালিকদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: সাফরান রেস্টুরেন্টের খাবারে পোড়া তেল, ধরা খেল ব্লু ওশান—মোগল দরবারও
এছাড়া জামালখান সানমার স্প্রিং গার্ডেনের বেইসমেন্ট ফ্লোরে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অভিযান চলে নগরের নন্দনকানন ২ নম্বর গলিতে। এ সময় বিভিন্ন ৬ ভবন মালিকের বিরুদ্ধে মামলাসহ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।