মিরসরাইয়ে জামায়াত—বিএনপি সংঘর্ষ, আহত ৫

‎মিরসরাইয়ে বিএনপি ও জামায়াত সমর্থিতদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, শনিবার বিকেলে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মসজিদের সামনে আসর নামাজের পর একটি সালিস বৈঠকের কথা ছিল। বৈঠকের আগে বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ একপক্ষের। তাদের অভিযোগ, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাস্টার জাহিদ এবং জামায়াত কর্মী মাস্টার জহিরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎অপরদিকে হুমায়ূনের অভিযোগ— তাদের ওপর আগে হামলা করা হয়েছে। এতে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ ও তিনি নিজে আহত হয়েছেন।

‎তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের হেনস্তা করে আসছে। যেকোনো বিষয়ে সে কর্তৃত্ব খাটায়। কিছুদিন আগে তার নির্যাতনের শিকার হয় তার স্ত্রী। স্ত্রীর করা মামলায় সে জেল খেটে আসে। সংগঠনের দোহাই দিয়ে সে এলাকার সব বিষয়ে প্রভাব খাটায়।

যোগাযোগ করা হলে ‎জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশের টিম ‎ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm