রেকর্ড গড়া আরাফ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

চট্টগ্রাম ক্লাব আরাফ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) চিটাগাং ক্লাব স্কোয়াশ কোর্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএএফ ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হাবীব। চিফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এসএ গ্রুপ’ স্কোয়াশ প্রশিক্ষণ—তত্ত্বাবধানে ইরানি কোচ

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মির্জা সালমান ইস্পাহানী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, টুর্নামেন্ট ও রুলস কমিটির সদস্য সাজ্জাদ আরেফিন আলম। এছাড়া চিটাগাং ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, ক্রীড়া সাংবাদিক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৬ নভেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। ১০ দিনের প্রতিযোগিতায় প্রাথমিক রাউন্ড, কোয়াটার ফাইনাল ঢাকা ও চট্টগ্রামে এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলা চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছয়টি গ্রুপে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, গোপালগঞ্জসহ ৩৩টি জেলার ১৩৯ জন স্কোয়াশ খেলোয়াড় অংশ নেন। যা দেশের স্কোয়াশ ইতিহাসে রের্কড। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সাজ্জাদ আরেফিন আলম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm