মাত্র ২ মিনিটেই জাতীয় পরিচয়পত্র—জন্মসনদ তৈরি হতো সততা টেলিকমে

নগরের দক্ষিণ হালিশহর এলাকার ‘সততা টেলিকম’ থেকে মো. রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এই দোকান থেকে মাত্র দুই মিনিটেই ভুয়া জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতের রাকিব!

বুধবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রাকিব হোসেন ভোলা জেলার সদর থানাধীন কুঞ্জপট্টি এলাকার মো. বাবুল আক্তারের ছেলে। নগরের নিউমুড়িং রোড, চৌধুরী কমপ্লেক্সের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, আটক রাবিক মাত্র ২ মিনিটেই ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতেন।

আরও পড়ুন: এনআইডি—জন্মনিবন্ধন সবই পাওয়া যেত হাসেম টেলিকমে!

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, দক্ষিণ হালিশহর ফ্রি পোর্ট ইপিজেড গেটের বিপরীত ‘সততা টেলিকম’ নামের দোকানে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করা হচ্ছে- এমন তথ্যে অভিযান চালিয়ে জড়িত এক যুবককে আটক করা হয়। পরে ওই দোকানে তল্লাশি করে বিভিন্ন ভুয়া এনআইডি কার্ডসহ সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক যুবক জিজ্ঞাসাবাদে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সনদ তৈরি করে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করেন। তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!