জাতীয় চলচ্চিত্র দিবসে আলোচনা সভা হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে।
সোমবার (৩ এপ্রিল) যৌথভাবে এ আয়োজন করে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমী, ফ্লিম সোসাইটি চট্টগ্রাম, দৃশ্যছায়া এবং সিএপি হাউজ।
আরও পড়ুন: কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলে হাইকোর্টে রিট
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি কবি-সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক-নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
বক্তব্য রাখেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, আশীষ নন্দী, আইয়ুব খান চৌধুরী, ফারুক ইসলাম, রতন সেন ও মো. কামাল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মুরাদ হাসান ও জান্নাতুল পিংকি।
আলোকিত চট্টগ্রাম