চট্টগ্রামে জলযোগ রেস্টুরেন্ট—ঘোষ সুইটসে ইঁদুর তেলাপোকার সাম্রাজ্য

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে এবং রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) নগরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নগরের রেয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: ফুটপাত দখল করে ১০ লোকের কাঁধে উঠল চসিকের অর্থদণ্ড

অভিযানে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং বিক্রির অপরাধে জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে ছিল ইঁদুর ও তেলাপোকার সাম্রাজ্য!

একইদিন নগরের মোমিন রোডে অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!