মাংস বিক্রি করে জরিমানা দিলেন ৩ দোকানি

নগরে কাজির দেউড়ি সিডিএ বাজারের ৩ দোকানিকে মামলাসহ ৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ নভেম্বর) চসিক পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: ৭ প্রতিষ্ঠানের কাঁধে উঠল ভোক্তা অধিকারের জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, কাজীর দেউড়ি সিডিএ বাজারে মাংসবিহীন দিবসে মাংস বিক্রি এবং মূল্যতালিকা না টাঙানোর অপরাধে তিন দোকানদারের বিরুদ্ধে মামলাসহ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!