এবার জরিমানা গুণল মেম্বার হোটেল, শাহী বেকারি ও রসুইঘর

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করায় মেম্বার হোটেল, নিউ শাহী বেকারি ও রসুইঘরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটপাত দখল ও চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৯ হাজার টাকা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নগরের খুলশী থানাধীন ওয়ারলেস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্টেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।

আরও পড়ুন: মধুবনকে লাখ টাকা জরিমানা

অভিযানে মেম্বার হোটেলের বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার টাকা, নিউ শাহী বেকারিকে ১৫ হাজার টাকা এবং রসুইঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় ফুটপাত ও রাস্তায় নির্মাণ সামগ্রী ও দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm