বিরানীর প্যাকেট দিতে গিয়ে জরিমানা গুণলেন ১০ হাজার টাকা!

আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (টিউবয়েল প্রতীক) আবদুল মতিনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ নভেম্বর) ভোট চলাকালীন একটি কেন্দ্রে উপস্থিত ভোটারদের মাঝে বিরানীর প্যাকেট বিতরণ করায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন লামার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান।

আরও পড়ুন: লোহাগাড়ায় দুই জুয়েলারি দোকানকে জরিমানা, ডিলিং লাইসেন্স নবায়নের নির্দেশ সভাপতিকে

এর আগে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

এর আগে নির্বাচন ঘিরে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে প্রশাসন। দিনজুড়ে কড়া নজরদারি ছিল পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যদের।

ইলিয়াছ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!