যাচাই-বাছাইয়ের দিনে মিছিল-স্লোগানে জরিমানা খেলেন এক প্রার্থী

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে আচরণবিধি লঙ্ঘনের অভিযাগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্টেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার ও ওসি তদন্ত সৈয়দ ওমর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দোষ স্বীকার করে জরিমানায় মুক্ত নারীসহ গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেতা

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) প্রার্থীদের যাচাই-বাছাইয়ের দিনে শতাধিক লোক নিয়ে মিছিল ও স্লোগান দেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রার্থীকে নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!