ডেঙ্গু প্রতিরোধে নগরের বিভিন্ন ছাদবাগানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় রোজ ভ্যালী হাউজিং সোসাইটি এলাকার একটি ভবনের নিচে এডিস মশার বংশবিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস খুঁজে পাওয়ায় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের খুলশী এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: জামালখানের স্যানমার ধরা খেল চসিকের অভিযানে, বেইসমেন্টে ময়লা পানি জমে স্যাঁতসেঁতে
এছাড়া একইদিন ফয়’স লেকের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
এনইউএস/আরবি