‘জন্মের দুই বছর শিশুর মায়ের দুধপান নিশ্চিত করতে হবে’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেছেন, ‘মায়ের দুধপান করা শিশুরাই হবে সুস্থ-সবল। তাই জন্মের পর প্রত্যেক শিশু যেন অন্তত পক্ষে দুই বছর মায়ের দুধপান করতে পারে তা নিশ্চিত করতে হবে। মায়ের দুধে প্রচুর পরিমান রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এছাড়া আছে ভিটামিনসহ শরীর ও মেধা গঠনের প্রয়োজনীয় উপাদান।’

আরও পড়ুন: এবার মৃত ডলফিন ভেসে আসলো সীতাকুণ্ড উপকূলে

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছফা, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ডা. প্রীতম চক্রবর্তী। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!