শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের নতুন কমিটির সভাপতি হয়েছেন লায়ন শংকর সেনগুপ্ত। সাধারণ সম্পাদক হয়েছেন ডা. রাজীব বিশ্বাস।
বৃহস্পতিবার (৩ জুলাই) এ কমিটির অনুমোদন দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।
আরও পড়ুন : জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটির পথচলা শুরু
এদিকে চট্টগ্রাম মহানগরের আওতাধীন বিভিন্ন থানা কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন ও সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে নগর কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
আলোকিত চট্টগ্রাম