জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটির পথচলা শুরু

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির (১৪৩২-১৪৩৪) নির্বাচিত সভাপতি অ্যাড. চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু দায়িত্ব গ্রহণ করেছেন।

সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন সম্প্রতি দাপ্তরিক কাগজপত্র সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপুর হাতে তুলে দেন।

আরও পড়ুন : সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ১০ দাবি

দায়িত্বভার গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির কার্যকরী সভাপতি হিসেবে চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা ও অর্থ সম্পাদক হিসেবে রতন আচার্য্যের নাম অন্তর্ভুক্ত করেন এবং তাঁদের হাতে চিঠি হস্তান্তর করেন।

সনাতনীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের জন্মলগ্ন থেকে যারা কাজ করেছেন তাদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন এই কমিটির নির্বাচিতরা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm