জন্মদিন প্রধানমন্ত্রীর, আনন্দ ৬ শিক্ষার্থীর

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জম্মদিন উপলক্ষে রাউজানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিক্ষার্থীদের সাইকেল বিতরণ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠন কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগেও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্মদিনে আনোয়ারা মুক্তিযোদ্ধা সংসদের নানা আয়োজন

অনুষ্ঠানে রাউজান পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল শেষে ৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নতুন সাইকেল উপহার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুনেসা ও পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm