জনপ্রশাসন পদক পাচ্ছে হাটহাজারী উপজেলা

হাটহাজারী উপজেলা প্রশাসন পাচ্ছে ‘জনপ্রশাসন পদক’।  জেলা পর্যায়ে (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০২০ এর জন্য মনোনীত হয়েছে তারা। হাটহাজারীর মনাই ত্রিপুরাপাড়ার উন্নয়নে ‘আমার জেলা আমার শহর’ স্লোগান বাস্তবায়নে অবদান রাখায় তারা এ পদক পাচ্ছে।

শনিবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল আলমকে উপস্থিত হয়ে ‘জনপ্রশাসন পদক’ গ্রহণের অনুরোধও করা হয়েছে।

এ উপলক্ষে আগামী ২৭ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজনেই পুরস্কার তুলে দেওয়া হবে ইউএনও মো. শহিদুল আলমকে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm