কক্সবাজারের পেকুয়ায় খালে পড়ে সারা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার শিলখালী ইউপির মিয়াজানপাড়ায় এ ঘটনা ঘটে।
সারা মণি একই এলাকার সাহাব উদ্দিনের মেয়ে। সাহাব উদ্দিন শিলখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
আরও পড়ুন : বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া রাজীবের লাশ মিলল, বাসা দেওয়ানবাজারে
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে খাল পাড়ে খেলার সময় হঠাৎ পড়ে যায় সারা মনি। পরে স্বজনরা খালের পানিতে তাকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা সাহাবউদ্দিন জানান, আমার বড় ছেলে ফায়সাল এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কোরবানি ঈদের দিন রাতে বাড়িতে ফিরেন। তাকে দেখতে স্বজনরা আমার বাড়িতে আসেন। সকালে একটি ছাগল জবাই করে ছেলের জন্য সদকাও দিয়েছি। মাংস বিতরণ শেষে একমাত্র মেয়ের ভাসমান মরদেহ খাল থেকে উদ্ধার করি।
এমকেডি/আরবি