চট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন, পুলিশ বলছে—অন্তর্দ্বন্দ্বে ঝুলছে রহস্য

নগরে রাকিবুল ইসলাম রিকাত (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার বলিরহাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম রিকাত কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার মো. শরীফের ছেলে। তিনি নগরের চান্দগাঁও থানা এলাকার খাজা রোডে ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনার কথা বলা হলেও পুলিশ বলছে ভিন্ন কথা।

আরও পড়ুন : অপরাধ জগৎ থেকে সরে এসেও খুন হলেন ‘দা বাহিনী’র প্রধান

Yakub Group

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের খাজা রোড এলাকার করমপাড়ার মুখে এক অটোরিকশায় রাকিবুল ইসলাম রিকাতকে ছুরিকাঘাতে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রিকাত খুন হয়েছেন বলে দাবি করা হলেও বিষয়টি উড়িয়ে দিয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, আসলে বিষয়টা এমন নয়। আমরা খতিয়ে দেখেছি। অন্তর্দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, নিহত রিকাতের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।