রাঙামাটিতে রাতের আঁধারে ছুরি মেরে খুন করা হলো ছাত্রলীগ নেতাকে

রাঙামাটিতে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয় ত্রিপুরা (২৭) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) রাত আড়াইটার দিকে শহরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এ বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ধর্ষণের কথা মাকে জানিয়ে দেবে বলায় খুন করা হয় স্কুলছাত্রীকে

নিহত জয় ত্রিপুরা রাঙামাটি সদরের দেবাশীষ নগর এলাকার প্রয়াত খোকনমনি ত্রিপুরার ছেলে। তিনি ছাত্রলীগের রাঙামাটি উপজেলা সদর শাখার উপপ্রচার সম্পাদক ছিলেন।।

যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Yakub Group

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!